Free Web Hosting

আসসালামুয়ালাইকুম, সুপ্রিয় টেকি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন । আসলে আমি তো HSC 2nd year এর ছাত্র, তাই নিয়মিত পোস্ট করা হয় না । আমি ২০১৬ তে পরীক্ষা দিব ইনশা আল্লাহ । যাই হোক, আমি এখন আপনাদের সামনে ফ্রি ওয়েব হোস্টিং নিয়ে আলোচনা করতে চাই । ২-৩ বছর আগেও ফ্রি ওয়েব হোস্টিং করতে গেলে লিমিটেড সুবিধা ছিল । এই যেমন ১০০ জিবি ব্যন্ডউইথ, ১০ জিবি স্টোরেজ ইত্যাদি । কিন্তু বর্তমানে অনেক সার্ভিস প্রোভাইডারই ফ্রি আনলিমিটেড হোস্টিং সুবিধা দিয়ে থাকে । এটা হতে পারে তাদের বিজনেস পলিসি । অন্যান্য সার্ভিস প্রোভাইডারকে ওভারটেক করার জন্য তারা হয়তো এমনটি করতে পারে । তাদের উদ্দেশ্য যাই হোক, আমরা ফ্রি পেলেই চলে । এ ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং নতুনদের জন্য খুবই আনন্দদায়ক একটি বিষয় হতে পারে । কারণ আনলিমিটেড সুবিধা থাকলে নতুনরা অনলাইনেই তাদের ইচ্ছামত প্রাকটিস করতে পারবে । তাদেরকে আর কষ্ট করে লোকাল হোস্ট এর ঝামেলায় জড়ানো লাগবে না । যাই হোক, এখন মূল কথায় ফিরে আসি । আনলিমিটেড ওয়েব হোস্টিং সার্ভিস অনেকেই দিয়ে থাকে । কিন্তু আমার কাছে একটি সার্ভিস প্রোভাইডারকে বেশি ভাল মনে হয়েছে । তাই আমি এ হোস্টিং প্রোভাইডার নিয়েই আলোচনা করব । কারণ আনলিমিটেড স্পেস, ব্যন্ডউইথ, অ্যাকাউন্ট, ৯৯.৯% আপটাইম, সিপ্যানেল আক্সেস, ৫ টি ইমেইল, ৫ টি সাবডোমেইন ইত্যাদি সবই এখান থেকে পাওয়া যায় ।


১। প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ FreeHosting

প্রবেশ করার পরে আপনারা নিচের মত একটি পেজ দেখতে পাবেন । 


২। এবার Register এ ক্লিক করুনঃ


৩। তারপর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন । 



৪। এরপর Create Account এ ক্লিক করুন ।৫। তারপর আপনার ইমেইল ভেরিফাই করবেন । ৬। ইমেইল ভেরিফাই করার পরে আপনার ডোমেন অ্যাড করবেন । ডোমেন যদি আগের কেনা থাকে অথবা আপনি যদি ফ্রি ডোমেন নিয়ে থাকেন, তাহলে সেটি অ্যাড করবেন । ৭। সর্বশেষে ডোমেনের নেম সার্ভারের বক্সে হোস্টিং সাইটটির নেম সার্ভার প্রবেশ করাবেন । 


ফ্রিহোস্টিং দিয়ে আমার তৈরি করা ওয়েবসাইট দেখতে পারবেন এখান থেকেঃ DailyBit

সবার জন্য দোয়া রইল । আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন সুস্থ থাকি ।

দেখা হবে পরবর্তী টিউনে ইনশা আল্লাহ ।

ফেসবুকে আমি,

ইউটিউবে আমি,

টুইটারে আমি । 


আসসালামুয়ালাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । আমি আপনাকে একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইট সম্পর্কে অনেকেই জানেন কিন্তু সবাই ব্যবহার করেন না । এখান থেকে আপনি প্রোফেশনাল ওয়েবসাইট বানাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এ সাইট আমি আরো ২ বছর আগে ব্যবহার করেছিলাম । মাঝখানে অনেক দিন চালাই নাই, কারণ আমার ইন্টারনেট কানেকশন ছিল না । যাই হোক, ইন্টারনেট নেয়ার পরে নতুন একটি অ্যাকাউন্ট খুললাম । এখন তারা তাদের ফিচার আরো বৃদ্ধি করেছে । তো চলুন, কথা না বাড়িয়ে আমি এ সাইটের কিছু সুবিধা সম্পর্কে আলোচনা করি ।
১। প্রথমেই এ সাইটে একটি একাউন্ট করুন Weebly
২। আপনার ইমেইলে একটি ওয়েলকাম ম্যাসেজ যাবে ।
৩। এবার আপনার সাইট তৈরি করার পালা ।
৪। আপনি এখান থেকে ওয়েবসাইট, ব্লগ অথবা ই-কমার্স সাইট তৈরি করতে পারবেন ।
৫। সাইট তৈরি করার পরে এডিট অপশনে যান ।


৬। সেখান থেকে ড্রাগ এবং ড্রপ সিস্টেমে টুলসগুলো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন ।

* সাইট যেভাবে এডিট করবেন ।


* ডিজাইন যেভাবে চেঞ্জ করবেন ।


* পেজ যেভাবে অ্যাড বা রিমোভ করবেন ।


* স্টোর পেজ যেভাবে অ্যাড করবেন ।


* সেটিং যেভাবে চেঞ্জ করবেন ।


* সর্বশেষে ওয়েবসাইট পাবলিশ করবেন । 


বিশেষ সুবিধাঃ
* এখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আপনার রেফারাল লিঙ্কে রেজিষ্টার করার জন্য বলতে পারেন । এতে করে তারা রেজিষ্টার করে ওয়েবসাইট পাবলিশ করলে তারা আপনাকে ওয়েবসাইট আপগ্রেড করার জন্য প্রতি রেফারালে $10 USD দিবে । 

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । 
ইসলামিক নাশিদ ডাউনলোড করতে হলে ভিজিট করুনঃ All Nasheed Collection